মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে এবং সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়।
ডিবির উপকমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, ফয়জুর রহমান ও তামান্না নুসরাত বুবলির গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন